আপনার যদি স্বপ্ন হয় বিখ্যাত লেখকদের মতো ইংরেজি লিখে বিশ্ববিদ্যালয়, BCS, IELTS কিংবা Professional লাইফে সবাইকে চমকে দেয়া তাহলে এটাই আপনার জন্য দেশের সেরা কোর্স।
রাত দিন এক করে পড়ে Competitive Exam গুলোর MCQ টেস্টে পাশ করা সত্ত্বেও রিটেনে যেয়ে ফেল করে যখন চাকরি পাওয়া যায় না, তার উপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বিরক্তিকর প্রশ্ন, "কিরে চাকরি বাকরির কি খবর?" তখন তাদেরকে বলতে ইচ্ছে করে:
রিটেন প্রিপারেশন নিতে গিয়ে পরীক্ষার্থীদের যে পরিমাণ বিষণ্ণতার সাথে লড়াই চালিয়ে যেতে হয় তাতে করে মা-বাবা বা প্রিয়জনকে: "আমি আছি তো, এতো চিন্তা করো না।" বলাটা এখন সদ্য গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি না পাওয়া যোদ্ধাদের একটা যন্ত্রণার জায়গা।
আপনার written এক্সামের প্রিপারেশন কতটা মজবুত হবে যদি আপনি খুব কম সময়ে আইডিয়া জেনারেট করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন!! এবং আপনাকে আর কখনোই কলম হাতে সাদা কাগজের দিকে তাকিয়ে না থাকতে হতো!! আপনি যখন স্পষ্ট চিন্তা করা এবং স্পষ্ট ল্যাংগুয়েজ ব্যবহার করার ক্ষমতা আয়ত্ত করতে পারবেন, তখনই-
Written অংশে কোন বিষয় সম্পর্কে আপনার জানার গভীরতা, চিন্তার পরিধি, দেখার দৃষ্টিভঙ্গি এবং শব্দ চয়নের অভ্যাস সহ বিভিন্ন বিষয়ে খেয়াল করা হয়।
কিন্তু এই এতো গুরুত্বপূর্ণ Written Exam যেখানে আমরা আমাদের চিন্তা ও ব্যক্তিত্বের প্রকাশ করতে পারবো, সেখানে কোন সাজানো-গুছানো কারিকুলাম নেই। Random YouTube ভিডিও আমাদের জানার এবং শেখার ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব ফেলছে এ বিষয়েও আমরা সচেতন নই।
আরোও দুঃখের বিষয় হচ্ছে, এখানেও আমরা আটকে যাচ্ছি স্বনামধন্য কিছু কোচিং এবং গাইড বইয়ের পাতায়। কিন্তু আমরা চিন্তা করতে শিখছি না। চিন্তা প্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছি না।
যার ফলে অন্য সবার থেকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। এবং MCQ পাশ করার পরও Written এ ফেল করছি।
আবার আমরা অনেকেই Creative writing এবং Academic writing পার্থক্য জানিনা।
জানিনা Descriptive writing কি?
আপনাদের রিটেন প্রিপারেশন নিতে গিয়ে যে পরিমাণ বিষণ্ণতার সাথে লড়াই চালিয়ে যেতে হয় সেটা মাথায় রেখে আমরা আমাদের Writing Course টির Module ডিজাইন করেছি।
যেখানে আপনারা শিখতে পারবেন রাইটিং এর মূল মন্ত্র Brainstorming, Critical thinking, Contextual writing language সহ:
1. How to write English from Bangla.( Basic Translation)
2. Generating simple sentences.( Topic Wise Vocabulary Learning along with collocation )
3. Extending sentences.( Stylistic Features and Generating Complex Sentences)
4. What is writing (the outline of freehand writing/ creative writing and Academic Writing)
5. Thinking clearly and brainstorming.( How to generate relevant ideas)
6. Selecting ideas or key word research for writing (content writing, paragraph, essay).
7. Writing an academic paragraph (for newspapers, colleges and universities).
8. Argumentative essay writing (IELTS task- 2, TOEFL, University, BCS written, Bank job focus writing etc).
9. Descriptive Writing ( Academic, BCS and Bank)
10. Compare and Contrast ( Academic and Content Writing)
11. Reshaping your writing language: writing like a pro, (IELTS- 9 target). Different writing styles of different writers .
12. Contextual writing language (formal and informal language differences , professional sentence structure, guide to plain English writing (Target write like a Professor).
13. Understanding the language of literature: creating layers of meaning in a piece of writing: the art of collocation.